( ১)
নুড়ি পাথরের কঠিন কষ্টগুলো
সরে যাবে সবখানি আমার প্লাবনে,
রাত নামলেই কি সুন্দর ভোর !
তবে কেন তোমার চোখে এত জল ?
জাদুতে তোমার মশগুলে
হারিয়ে যাব পথ ভুলে ,
নগ্ন পায়ে আলতা আকা নুপুর খানি বাজে
স্নিগ্ধ আলোয় তোমার দ্যুতি রঙ বদলায় আভা
গন্ধরাজের ঘ্রাণ হয়ে ছড়াও রুপের সুধা তুমি সুন্দরতম নারী!
ধানসিড়ির জমিন আকা তোমার জড়ান শাড়ি ।
(এর চেয়ে নেই দ্বিতীয় তুমি অনন্যা অদ্বিতীয় নারী )


            


(একটা তীব্র আকাঙ্ক্ষা আমাকে অনেক অনেক মাইল দূর থেকে টেনে আনছে, সেই আকাঙ্ক্ষা টুকুর নাম না পাওয়া কিংবা পেয়ে হারান )