কত কালের স্বপ্ন রোদ ঘেঁষা দুপুর
স্বপ্নের পাঠশালা তুমি আমি ভালোবাসা
ষোড়শী বিশাল মাঠ,
অশথ বৃক্ষের তলে হায় আমাদের রান্না বাটী খেলা
আহা! কতকালের ভালোলাগা ।


ছোট নদীটা কত বড় ছিল মনে প্রাণে সাতার কাটা,
বন্ধু তুমি আরেকটা প্রাণ
আমার প্রতি কেন এত টান,
এত মায়া এত টুকুন বয়স
নিজের পালকে ওম দিয়েছিলে কনকনে শীত তাড়াতে।
এমন করে আর কেউ কখনো দেয়নি আমায়
বুকের উপর বুক পেতে ।


রাখতে আমায় আগলে রাখতে আমায় হ্রদপিন্ডে,
আহারে ! আহারে! আহারে!
বুক ফেটে যায় বুক ভেসে যায়
তার অসীম অনুভবে,
স্বর্গস্রোতে ভেসে গেছে স্বর্নলতা
দিয়ে গেছে বোবা  ব্যাথা
গভীর রাতে একলা আমার দ্বারে
পিছু ডাকে বারে বারে
আজো প্রতিরাতে খুঁজে ফিরি তারে ।


(প্রয়াত অগ্রজ দেওয়ান সিরাজুল ইসলামের স্মরণে, যে আমার এক বছর আগে পৃথিবীতে এসেছিল ,কাউকে না বললে বোঝা দায় ছিল যে আমরা সহোদর, সে ছিল আমার প্রাণের বন্ধু, ১৯৯৬ সালের ৫ই আগস্ট এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যিনি প্রাণ হারান)