বিঁধেছে  সারা অঙ্গে
রবোটিক যন্ত্রের কুসঙ্গে,
প্রকৃতির দ্বায় প্রকৃতি মেটায়
প্রকৃতি দিয়েছে ঠাই |


শহুরে যান্ত্রিক সেলুলার
গ্লোবাল নেটওয়ার্কিং এর বেড়াজাল,
এ  বিষাক্ত টক্সিন
সারাতে প্রকৃতির ঋণ |


এখানে নেই আলট্রা মডার্ন পাওয়ার
এখানে নেই কোন সেলুলার টাওয়ার,
এখানে নেই সেল ফোন নেই পারফর্মিং
এখানে নেই কোন আন্ত:যোগাযোগ ওয়ার্কিং


এখানে প্রকৃতি ভীষণ উপাদেয়
এখানে প্রাকৃতিক সবকিছু প্রিয় ,
এখানে যা আছে তা শুধুই থাকে কাছে
এখানে আছে আদি অকৃত্রিম
এখানে বাজে প্রাণ অন্তহীন |


এখানে আছে গাড় নীল অন্ধকার
এখানে আছে শুদ্ধতা অপার
এখানে আছে চাদের আলো
প্রকৃতি আরও দিলো,
এখানে আছে জোছনায় ছেয়ে যাওয়া বন
জোনাক পোকার আলোর বিচ্ছুরণ |


এখানে শূন্যে ফেরে না কেউ
আছে নদীর ঢেউ
ভোরের শিশির আর কুয়াশা
আছে সবুজ দূর্বাঘাস
এটাই আমার অন্তিম
এটাই আমার বনবাস |


(কটকা , সুন্দরবন)