শাখা প্রশাখা যত
জানায় স্বাগত ,
আঁকাবাঁকা শত নদী
জড়িয়ে জুড়িয়ে বইছে নিরবধি  ।


সবুজ শ্যামল কল্পতরু
লাল সবুজের মহীরুহ
আহা বেশ  জাগে আবেশ
আমার প্রাণের বাংলাদেশ ।


মানবধর্মের ভাব সাধন
কুষ্টিয়ার আখড়াতে ফকির লালন,
রবি ঠাকুরের সোনার বাংলা
সোনার ফলনে বাহারি,
স্মৃতি জাগানিয়া কাচারী কুঠিবাড়ি,
দরিরামপুরে  নজরুলের চঞ্চল আঁখি
শেকল ভাঙ্গে বিদ্রোহের কালবৈশাখী ।


উত্তরে হাঁকাও গাড়ি  চিলমারী বন্দর
আব্বাস উদ্দিনের ভাওয়াইয়াতে জাগে অন্তর ,
নারী মুক্তি বেগম রোকেয়া নারীবাদের জয়
পায়রাবন্দে দাড়িয়ে মঙ্গলময় ।


উত্তরে এসে দর্শনীয় অভিনিবেশে
কান্তা-জিউ মন্দির টানে
পুরাকীর্তির সন্ধানে ,
নেইকো জুড়ি রামসাগর স্বপ্ন-পুরী ।


মহাস্থানগড় বেহুলা লখিন্দরের সিংহাসন
প্রাচীন নগরীর নন্দন,
পাহাড়পুর বৌদ্ধ বিহার
পতিসর কাচারীবাড়ি বিবিধ রতন
হাতছানি দেয় পথিকের ভ্রমণ ।


সবুজ শ্যামল কল্পতরু
লাল সবুজের মহীরুহ
আহা বেশ  জাগে আবেশ
আমার প্রাণের বাংলাদেশ ।


বারো আউলিয়া সুফিদের মাজার,
দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার,
অবস্থানটি সর্ব দক্ষিণ
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ,
জাফলং মাধবকুন্ড রাতারগুলের বন
পাথর বিছানো বিছনাকান্দি বিবিধ রতন
হাতছানি দেয় পথিকের ভ্রমণ ।


বৈচিত্রের দেশে
দর্শনীয় অভিনিবেশে
প্রাচীন স্থাপনার  শৈল্পিক নিসর্গ
সোনারগাঁও লালবাগ দুর্গ ,
ঢাকার ঢাকেশ্বরী মন্দির বিবিধ রতন
হাতছানি দেয় পথিকের ভ্রমণ ।


পাহাড়ের দেশে অভিনিবেশে
মেঘের দেশে লুকোচুরি,
পাহাড় চূড়ায় নীলগিরি
পাহাড়ের বাঁকে কাপ্তাই লেক
রাঙ্গামাটির ছাদ সাজেক
মেঘে ঢাকা নীলাচল বান্দরবন
আহা বিবিধ রতন,
হাতছানি দেয় পথিকের ভ্রমণ ।


রয়েল বেঙ্গল টাইগার অবাধ বিচরণ
সর্ববৃহৎ শ্বাসমূলীয় সুন্দরবন ,
সূর্যোদয় সূর্যাস্তের রং আকা
সাগর-কন্যা কুয়াকাটা,
বিশ্ব ঐতিহ্যে নানারূপে  নানাবিধ
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ।


সবুজ শ্যামল কল্পতরু
লাল সবুজের মহীরুহ
আহা বেশ  জাগে আবেশ
আমার প্রাণের বাংলাদেশ ।