১)


বেদনার আচমকা জোয়ারের জলে  
তলিয়ে দমবন্ধ অথৈ অতলে ,
ডুবে যাই অজান্তে নিজে নিজে
আমারও কারোর মত চোখ ভিজে ।


অনিচ্ছায় অযাচিত কষ্ট দিতে
যেন আমি ভীষণ খুশি ,
তবুও পারিনা মেনে নিতে
অনুভূতি পোড়ায় খুব বেশি ।


কান্নাভেজা মুখ মনে পড়ে
চোখে জমা শিশির ঝরে,
ভালবাসা চাপা পরে দু:সহ ব্যথার নিচে
কারোর জন্য আমারও চোখ ভিজে ।


২)


অদ্ভুত ছায়ার আদরে
গোলাপের  ব্যাকুল ঘোরে
পাথরে সবুজ শেকড় বিঁধে
আমারো চোখ ভিজে ।


রুপালী জোছনার আড়িতে
নির্জীব ফুলের সারিতে
ভালবাসাহীনতার করাল নিষেধে
আমারো চোখ ভিজে ।


উত্তাল সাগরে তছনছ ফেনিল গর্ভে
দু:খ দহনে লেখা সন্দর্ভে ,
গভীরে তুমি হৃৎপিণ্ডের নিচে
তোমার জন্য আমার চোখ ভিজে ।