সদা সরল ভঙ্গীতে  মুড়িয়া
ঘুরিয়া নড়িয়া উড়িয়া জুড়িয়া
পুরাণ ঢাকার ঐতিহ্য উড়ান
সর্বেসর্বা নাম ডাক কুড়ান  ।


মানবিক বোধে অন্তরে দেয় জানান
শিক্ষিত অশিক্ষিত সবটাতেই  মানান,
নতুন পুরাণ সব ঢাকাতেই খাড়ান
আদর্শের আদর্শ  সকলের আরমান ।


কেলা কেঠা খিলাই-ছে  আব্বে জিগাও
খাংগারি ভাংগারি  এক দৌড়ে যাই –
উড়কে ধুরকে কেলা কেঠা ছুবরাইত  
আইতাছে ঐ যে আমাগো আরমান ভাই ।


সাগর নদী বনানী
শিরোমণি সাড়া জাহানে ,
আরমান ভাই সবার মনে
ব্র্যান্ড হয়েছে ক্ষণে ক্ষণে ।।


কেলা কেঠা খিলাই-ছে  আব্বে জিগাও
খাংগারি ভাংগারি কিলাইছে  
যা  দৌড়ে এক ভো  ,  উইরা যাই –
উড়কে ধুরকে কেলা কেঠা ছুবরাইত  
আইতাছে ঐ যে আমাগো আরমান ভাই ।


(আরমান ভাই –আমাদের সবার মনের কথা বলে আমাদের বিনোদন দেয়, এই চরিত্রের সৃষ্টি করেছেন যিনি সেই গুণী নির্মাতা সাগর জাহান ভাই কে এই লেখাটি উৎসর্গীকৃত  )