আসমানে না জমিনে না জলে
যদি পাই কষ্ট
তুলে কোলে কোলে বোলে
মা বানাইলা স্পষ্ট ।


বুকের মধ্যে বাইন্ধা রাইখা
আদরের দুধের বাটি
তোমার হাতে আঙ্গুল ধইরা
তরতরাইয়া হাটি ।


একটু কষ্ট পেলে আমি
জলে ভরে তোমার আঁখি
মাগো মা ওগো মা
তোমার হয়না তুলনা ।


আমায় রাখতা মাথায়
যেন না ছুঁই মাটি
যদি পাই ব্যথা
মা আমার খরার ভেতর
আদরের শীতল পাটি ।


এত যতন দিয়া আমায়
তুমি  থাকো অযতনে
কত কষ্ট দেই  যে তোমায়
ব্যথা নাই তবু তোমার  মনে ।


একটু কষ্ট পেলে আমি
জলে ভরে আঁখি
মাগো মা ওগো মা
তোমার হয়না তুলনা ।