বাবা তুমি কেন এমন করে
সরিয়ে নিলে আদর মাখা হাত
নিভিয়ে আলো সারা ভুবনে
একলা একা শূন্য রাত।


বাবা তোমার দৃষ্টিসীমা
দেখিনা আর দেখিনা
তুমি-হীনা কেউ বলেনা
সোনা আমার আর কাদেঁনা ।


বাবা তুমি কেন এমন করে
সরিয়ে নিলে আদর মাখা হাত ।


বিধাতার কাছে এই টুকু চাওয়া
রাখে যেন তোমায় বুকে করে,
তোমার আদর্শ বুকে ধরে
চলব এই জীবনের অচেনা পথে  ।


বাবা তোমার দৃষ্টিসীমা
দেখিনা আর দেখিনা
তুমি-হীনা কেউ বলেনা
সোনা আমার আর কাদেঁনা ।


বাবা তুমি কেন এমন করে
সরিয়ে নিলে আদর মাখা হাত ।


তুমি-হীনা শুন্যতা ছায়া
নেমেছে এই জীবনে
অনুভবে অনুরণনে
তোমাকে খুঁজে পাই প্রতি ক্ষণে ।


বাবা তোমার দৃষ্টিসীমা
দেখিনা আর দেখিনা
তুমি-হীনা কেউ বলেনা
সোনা আমার আর কাদেঁনা ।


(   সারাক্ষন যাদের বুকের গভীরের গভীরে হ্রদপিন্ডের আলেন্দে বাবার জন্যে পোড়ে তাদের জন্য উৎসর্গকৃত )