মন যেনো
কোথায় হারায় ,
পাই না কেনো
তারে যে নাড়ায়  ।
এই বাদল ধারায়
মনের ভিতর মন তাড়ায় ।


উতলা মন হয় উচাটন
নয়ন মেলে পরশ পেতে
এক পসলা বৃষ্টিতে
ভেঁজে মন নিভৃতে ।
এই বাদল ধারায়
মনের ভিতর মন হাত বাড়ায়।


সবটুকু উত্তাপ শুধুই মন খারাপ ,
আজ করো বারণ উবে যাক কারন ,
এসো ভেজাই উত্তাপ
ভেসে যাক মন খারাপ ।


এই বাদল ধারায়
মনের ভিতর মন হারায়,
এই বাদল ধারায়
মনের ভিতর মন নাড়ায়
মনের ভিতর মন হাত বাড়ায়।।


২)
বাদল দিনের সুনির্মল জল


বাদল দিনের সুনির্মল জল
জুড়িয়ে হ্রদয়স্থল,
ফেনিল ঢেউ উত্তাল অর্নবে
মন লাগে বৃষ্টির উৎসবে ।


মনেতে ফোটে ফুল গন্ধ বকুল
উদিত মনের রানী
কোথা থেকে আসে এমন
বৃষ্টিস্নাত দৈব বানী ।


জানি কি না জানি
স্মৃতির সপ্তর্ষিমন্ডল আজো ততটাই উচ্ছল
যতটা ছিল আলোকিত আর নিহিত
ততটুকুই মনে প্রাণেতে মানি ।