বেঁচে থাকা কখনও  সয়
কখনও অনিশ্চয়তার  ভয়
কখনো শুধু শুধুই
সুখের অভিনয়,


জীবন কখনো প্রাপ্তির পাহাড়
কখনো  হতাশার অন্ধকার,
কখনও মাথা উচু  
কখনও খুব অল্প কিছু |


উত্থান পতন ভাঙ্গা গড়া
জোয়ার ভাটা সবুজে খরা,
কেউ চলে ভাগ্যে কেউ কর্মে
কেউ মূল খুঁজে চলেন মর্মে ,


জীবন কখনো প্রয়োজন
কখন শুধুই আয়োজন
কখনো হয় আদর্শের
কখনো চরম স্বার্থের |