উত্তাল ফেনিল ঢেউয়ের ধাঁধায়
তোমাকে এতো কেন কাঁদাই
পরক্ষণে গোপনে আপনে কাঁদি
বেদনার জালে দুজন দুজনাকে বাঁধি,

আঘাতে আঘাত
করেছে তোমায়  নিথর
যন্ত্রণার দু:সহ রাত
হয়েছি বোবা পাথর।

জানি তবুও থামি
বুঝিনা ব্যাকুল সময়
মুখখানি অমূল্য দামি
পেয়ে হারানোর ভয়।

পরের টুকু বুঝতাম যদি আগে
আঁধারে তবে কি কেউ জাগে
সযতনে দেখতাম যেন না লাগে
সাদা কালো একটু কোন দাগে ।