বিচ্ছেদের হিংস্র জোয়ার  
অমাবস্যার গাঢ় আঁধার,
একে একে বন্ধ কপাট
চারিদিক সুনসান মাঠঘাট ।


বৈশাখের  উগ্র বাতাসে
উষ্ণ আবেগ আসে
অন্ধ চোখ বন্ধ ভালবাসা
বুকে করে রাখে।


চোখের কোণে কেবল
নীরবতার জল,
চাঁদের সাথে ভেঙ্গে সখ্য
বুকের ভেতর কৃষ্ণপক্ষ ।


বিচলিত  অযাচিত স্নেহ
তীব্র মায়া মোহ,
বিমর্ষ ধূসর বিষাদ
ভালোবাসা অবাধ অগাধ।
  
অসহ্য এই সময়
সব নীরব শূন্য মনে হয়
বেদনার্ত মুখ দূরে
একলা আকাশ জুড়ে ।