কত নদী অশ্রু
আর দিয়ে কত রক্ত সাগর
এনেছো বিজয়ের
ষোলই ডিসেম্বর।।


তোমাদের এত ত্যাগ
যায় নি বৃথা,
ইতিহাস হয়ে রবে
হৃদয়ে গাঁথা।।


যুগ থেকে যুগান্তর
এনেছো বিজয়ের
ষোলই ডিসেম্বর।।


লাল সবুজের এই পতাকা
জানা অজানা অনেক রক্তে মাখা
দিয়েছো স্বদেশ দিয়েছো স্বাধীনতা
নিজেকে করেছ দান দেশের তরে নত
করো নি মাথা ,
ইতিহাস হয়ে রবে
হৃদয়ে গাঁথা।।


যুগ থেকে যুগান্তর
এনেছো বিজয়ের
ষোলই ডিসেম্বর।।


কত নদী অশ্রু
আর দিয়ে কত রক্ত সাগর,
এনেছো বিজয়ের
ষোলই ডিসেম্বর।।