কে যেন ডাকে
ফাকে ফাকে
বাজে কার নুপুর,
চারিদিকে খুঁজি তাকে
ছমছমে রাত দুপুর |


নির্বাক রাতে হাস্নাহেনাতে
জাগছে নেশা খুব ,
মৌ মৌ গন্ধ
করেছে অন্ধ,
একটু খানি ডুব |

নিজের ভিতর গাথা শিকড়
তবুও এত ফন্দী ,
মুক্ত বাতাসে উড়েও
তুমি কেন বন্দী ?


উড়ো মুক্ত বিহংগ
ভাসাও সারা অংগ ,
কে যেন  থাকে
মোহনার বাকে বাকে
অচেনা ছবি আঁকে |
(বাংলা গানের যুবরাজ ও সুরের বরপুত্র, আমার শ্রদ্ধাভাজন  আসিফ আকবর ভাই কে উৎসর্গীকৃত )