হোক না তবে
অনিবার্য দু:খ আদায়
ভালবাসা যদি একটু
কষ্ট হয়ে কাঁদায়,


অভিযোগ অনুনয় মিথ্যা গুলো
সম্পর্কের ছাঁকনিতে দিলাম ঢেলে
যদি তাতে অনুভব টুকু মেলে ;
নাইবা পেলাম ক্ষমা  
ভাল টুকু রইবে জমা |

এক তুরিতেই কি
সব হয় শেষ
জনম  জনমেও
ফুরাবেনা রেষ,


যদি বলি সব মিথ্যা কল্পনা
মনের অবচেতন ক্ষোভের বাসনা
বাঁকা কথার বাঁকা ছোবল
সত্য ঢেকে মিথ্যার কবল ;


হয়তো বন্ধ হবে যোগাযোগ
কথার তীরবিদ্ধতা তাই হোক ,
যদি কখনও মনে পড়ে
ঘৃণার জল চোখে ঝরে ।


নরকের অনলের মতই
আসছে কষ্ট কান্না ততই
তবুও ভেবো এক বিন্দু
বইছে বুকে বিষাদসিন্ধু |