ইতং বিতং তিতালী
বনের সাথে মিতালী
লেজ নাড়িয়ে কাঠবিড়ালী
গাছের ডালে এক শিকারী ।


ছোট সোনা গাছের ডালে
উঁকি মারে কিসের তালে?
বাঁদুড় ঝোলে ঠোটে আমড়া
রাঙ্গা রসে আরো  কামড়া ।


আমড়া মজা বেজায় খেতে
গাছের ডালে আসন পেতে
ছোট খোকার জিভে জল
ঝরছে দেখো অবিরল ।


খোকন ডাকে মোরগ নাচে
বন বাদারে শিয়ালী,
কোলা ব্যাঙে মধুর সুরে
নাচল গেয়ে ‘হিয়ালী’।


(বেঁচে থাকুক ভালবাসা, ছোটমনি তাহিয়া ও তানিশাকে উৎসর্গীকৃত )