পুস্করিনির ঘোলা পানি
শুদ্ধ হইয়াও বিফল জানি
তোমার নামে দিনে রাইতে
ফলি ফলাই শস্য
বন্ধু তুমি থাইকো
শুধুই সারাজীবন গভীর  স্পর্শ ।।


ক্যামনে চলে নিশ্বাস প্রশ্বাস
ক্যামনে চলে প্রান,
দিনে রাইতে আন্ধার লাগে
তোমার লাইগা পরান পড়ে
তুমি শুধুই মায়া মায়ার টান,
তোমার নামে দিনে রাইতে
ফলি ফলাই শস্য
বন্ধু তুমি থাইকো
শুধুই সারাজীবন স্পর্শ ।।


বুকের মইধধে চিন চিন
আনচান করে প্রতিদিন
ডাঙ্গর হইয়াও খালি কান্দি
কান্দে আমার পিয়া,
হায়রে প্রেম কেমনে জাগায় হিয়া ,
তোমার নামে দিনে রাইতে
ফলি ফলাই শস্য
বন্ধু তুমি থাইকো
শুধুই সারাজীবন স্পর্শ ।


আইলের ধারে বিলের ধারে
ডাল পালা আগাছা জন্মে
জংলি পানা হয় সব সোনা
মুখে যখন থাকে শুধুই
তোমার মধুর নাম,
পরানের ভিতরের পরানে
তুমি শুধুই জরানে ।
তোমার নামে দিনে রাইতে
ফলি ফলাই শস্য
বন্ধু তুমি থাইকো
শুধুই সারাজীবন স্পর্শ ।।