মায়াবী লতা বন কন্যা
ভাঁট পুষ্পের ছন্দ পতন
আলোক লতায় জীবনানন্দের দ্রোণ ফুল
তুমি বাসকের গায়ে গন্ধ ছড়াও,
মায়াবিনী সঞ্চারিণী
বন বিহারিণী বন-পিয়াসী বনফুল !


তোমার বন-পাংশুল ব্রতী
তোমার উচ্ছ্বলিয়া জাগুতি
নারী তুমি সবুজ প্রান্তর আর
শাল তমাল জামরুলের বনে
দেহ পল্লবী,
তোমার সৌন্দর্যের সমগ্র সত্ত্বায় বনশ্রী নারী ।
সাগরের  তীরে গর্জনে তর্জনে
ফেনিল জলোচ্ছ্বাসে এসেছিল তুমি প্রাণে,
সেই হাওয়ায় হাওয়ায় বয়েছিল ঝাউবন।


ঝাউবনের ঝিরি ঝিরি পাতায় তোমায় এঁকেছিল
পিতা-প্রপিতামহেরা ,
তবেই তো তুমি বনশ্রী বনলতা
বনের ঝিলিক বনশ্রী রমণী
তোমার সৌন্দর্য মায়াবনে
বশীভূত হলাম রমণী ।


(একজন নারী বনের মতই মায়াময় ছায়াময় কায়াময় ও কন্টকময় ,বনের সৌন্দর্যের মতই তার প্রাকৃতিক বুনন, মায়াবতী এক নারী যার নাম হতে পারে বনশ্রী রমণী)