প্রিয় ফুল প্রিয় পাখি
তোমাকে খুঁজি তোমাকে ডাকি
মনপাখি ডানা মেলো  তুমি
তিন প্রহর ভাবি তোমার বনভূমি ,
কেন জোছনা বনে উড়ছে তোমার চুল
বনপাখি মনপাখি বনফুল ।


লাস্যময়ী লাজুক লজ্জাবতী
ছুঁয়ে দিলেই বুজে যাবে দ্যুতি,
সুবাস ছড়িয়ে যায় সুরভি
অদ্ভুত টানে জাগে কবি ।


মনের বনে অরণ্যে বৃক্ষরাজির ছবি
লুকোচুরি খেলে মেঘ আর রবি ,
খোপায় বাঁধা কাঠালচাপা প্রিয়ফুল
প্রিয়ফুল নাকফুল প্রিয়ফুল কানে দুল।


বন পাখিদের দেশে
ভেসে বেড়াও মনপাখির বেশে
জোছনা বনে মহুয়ার ঘ্রাণে উড়ছে তোমার চুল ।


ভিতরে বাহিরে আনচান
জোছনা বনে জাগে প্রাণ
বাতাস জাগায় তীব্র টান
আহা এই তো পেলাম
মাতাল করা তোমার  চুলের ঘ্রাণ ।