বুকের ভিতরে আরেকটি বুক
যেন বিন্দু-বিহীন এক বৃত্ত
একটি মুখ ভেসে উঠে বারে বার
পুড়ে পুড়ে  পোড়ায় আমায়  নিত্য ।


তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন  শূন্য আঁধার সবি অস্পষ্ট
তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন লাগে সব আঁধার  সব অস্পষ্ট ।


বুক পাটিতে গাথা বিনি-সুতো
সত্যি তুমি অনিবার্য
বুকের গহিন গভীরে অনুভূত,
কারণ ছাড়া তুমি কার্য ।


তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন  শূন্য আঁধার সবি অস্পষ্ট
তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন লাগে সব আধার সব অস্পষ্ট ।


বুকের ভিতরে আরেকটি বুক
যেন বিন্দু-বিহীন এক বৃত্ত
একটি মুখ ভেসে উঠে বারে বার
পুড়ে পুড়ে  পোড়ায় আমাকে  নিত্য ।


তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন  শূন্য আঁধার সবি অস্পষ্ট
তুমি-হীন ভাল লাগেনা আর ভীষণ কষ্ট
তুমি-হীন লাগে সব আধার সব অস্পষ্ট ।