১)
  


জানে শুধু  অন্তর্যামী,
ভাব তুমি অপ্রেম আমি
ভাব যেন রুক্ষ ভূমি অনাবাদী
প্রেমহীন তবে কেন কাঁদি ?


খাঁ খাঁ করে কেঁদে উঠে
ভুবন গগণ,
কেন হয় এমন ,
বুকেতে বিঁধে যেন শক্ত দলা
কান্নায় ঝরে অব্যক্ত বলা ।


প্রেম যখন বুকেতে বাড়ে
ডালপালা শাখা প্রশাখায় ছাড়ে,
নড়ে আর সবটকু নাড়ে
শরীরের  আজলা নদীর পাড়ে ,


ছড়িয়ে থাকে তোমার আনমনে
ছড়ায় জড়ায় তনু-বনে,
জড়িয়ে জুড়িয়ে লতাপাতায় আদ্যপ্রান্ত
প্রেমটুকু থাকে ছিটফোটাতেও
তাতেই পুরোপুরি আক্রান্ত ।


ভাব তুমি বিবাদী
ভাব কেন আমি বাদী,
এত টানাপোড়ন এত এত
যোগ বিয়োগ শোরগোল
তবুও এক থাকে ভালবাসায়
দুজনে দুজনায় এত দুর্বল ।


কেন হলাম এমন আবাদি
নিজের ভিতরে নিজেই কাঁদি,
বইছে পাথর ফোটা নিরন্তর কষ্টের ঝর্না,
গভীর রাতে কুয়াশায় ভেজা ঘাস-কাপড়
শুনে আবছা ভাসা
একলা একার বোবা কান্না ।


এই ভাঙ্গাগড়া উত্তাল শান্ত
ছিটফোটায় থাকে
গুচ্ছ কখনও তুচ্ছ
সবটুকু তোমায় নিয়ে আদ্যপ্রান্ত ।



   ২)


প্রেম আছে বলেই
ভাবনার অতলেই,
রাতটাও যেন দিন হয়


এই  প্রেম আছে বলেই
মুঠোফোনে বার বার
খুঁজি তোমায় ।


প্রেম আছে বলেই
ওরে দুর্বলেও যুদ্ধে জিতে যায় ,
প্রেমের বলেই ,
পালোয়ান ও হেরে যায়
প্রেমের অভাবে সদলবলে ।


ওরে দুর্বলেও যুদ্ধে জিতে যায় ,
শুধু  প্রেমের বলেই ,
আবার পালোয়ান ও হারে
শুধু প্রেমের অভাবে সদলবলে ।


এই প্রেম আছে বলেই
হয়তো খুঁজছ আমায়
হ্রদয়  প্রতিমায় ।


প্রেম আছে বলেই
এত বাদ বিবাদ
এত এত অর্ঘ্য প্রসাদ ।


ভাবি যখন একটুখানি তুমি নেই
হারিয়ে ফেল খেই,
তুমি নেই তাই যেন ঝড় উঠেছে
সবটুকু বিনাশে আমার সর্বনাশে
বাতাস-বিহীন মেঘমুক্ত আকাশে ।