খেয়ে ফেলে গিলে
একটু খানি ভুলে
ছোট পাখি বশ
অত্যাচারী রাজা সারস ।


ছোট পাখির কথা
বুঝত না ব্যাথা ।


পাখি সবাই শক্ত
দেবেনা আর রক্ত
করব রাজা চয়ন
বুলবুল আমাদের নয়ন
বুলবুল হলে রাজা
হবে না কঠিন সাজা ,
পেঁচা টিয়া বক
কাঠঠোকরা ঠকর ঠক,
বলবে কি টিয়ে
সারস কে গিয়ে ,
পেঁচা বলে আমি
সামলে নিয়ে সবখানি  ।


কাঠঠোকরা এসো কাছে
আছে কাজ পাছে ,
দেখিয়ে মোটা ডাল
কাঠঠোকরা খোঁচাও ছাল
ঠুকিয়ে ডাল নড়বড়ে
দুজনে আসে ফিরে ।
কিছুদিন বাদে
সারস সামনে চলে
পেঁচা তারে বলে
ওহে রাজা সারস
দেখাও ক্ষমতার ফাল
ভেংগে মোটা ডাল,
তবেই তুমি রাজা
নইলে বিরাট সাজা
যে পারবে তা
তার হবে ক্ষমতা
পাখিদের রাজা সে
মানছ তুমি হে ?


সারস সব কাজে রাজিতো
শুরু হল বাজিতো
মোটাডাল পারছে না
সারস বললে পষ্ট
এ বড়ই কষ্ট
আছে কী কেঊ
তুলবে বিশাল ঢেউ
বুলবুল এসে দাঁড়িয়ে
পারব আমি ছাড়িয়ে
মোটাডালে খুচিয়ে ঠেলা
ভেংগে সারসের হেলা,
নিচে ডাল পড়ে
সারস গেল উড়ে,
পাখিদের রাজা বুলবুল
নেচে গেয়ে শোরগোল ।