জোছনা ঝরে
ছোপ ছোপ
বাসনার বুকে
কামনার আরোপ,

শরীরে চাঁদ নামে
বাড়ে লোভ
তোমার রূপ স্পর্শ
বাড়িয়েছে তোপ।

প্রতি রাতে চাঁদ
হয়ে যায় বুকের
এক সাথে করতে
আবাদ সুখের।

উপুড়ে দিয়ে আগাছা
সব দু:খের
প্রেমের সুরভি টুকু
ঐ চাঁদ মুখের।