১)


নিশুতি পাখি
তোমার সাথে জাগি
ডানা মেলি একসাথে
এই চাঁদ রাতে ।


হবে চন্দ্রকথা
জোছনার পাঠে
এসো মিলি
এই চাঁদের হাটে ।


আলো ছায়ার মিতালী
চাঁদ রাঙ্গা রুপালী ,
সবুজ বনে বর্ণালী
চাঁদ উঠে এক-ফালি ।


যুগ যুগ হয়ে
থাকুক হংসমিথুনে
চন্দ্র-পক্ষ কৃষ্ণপক্ষ
লাগেনা তুমি বিহনে ।


কে তুমি রাধা হও
জনম জনমে
কে তুমি হৃদয়ে থাকো
ভ্রমে বিভ্রমে ।


কে তুমি বনের রাধা
মনেতে বনমালী
মালা গাথো সেথা
শিউলি বকুল শেফালি ।


     ২)


আমার আকাশের
অল্পখানি ছাদ
ছুঁয়ে আছে অনাহারী
এক নিষ্পাপ চাঁদ ।


জেগেছে অদ্ভুত লালিমা
উবে দিয়ে অশনি কালিমা,
আলো আধারির ফাঁদ
ডাকে আমায় বিবাগী চাঁদ ।


রাতটুকু যাবে উচ্ছন্ন
পূর্ণিমার আলো প্রচ্ছন্ন,
শীতল রাতে হাঁসে বিরান মাঠ
আলোর ফোয়ারার বিচ্ছুরণে
বসে চাঁদের হাট ।