রাত দুপুরে গহীন গভীরে
কাঁদছে কেন মন ,
রুপার আলোয় ঢল নেমেছে
জোছনায় প্লাবন।


ভীষণ একা চেয়ে থাকা
কেমনে বলো ঘরে থাকি
বিন্দু বিন্দু জোছনা ছড়ায়
রাত জাগা এক পাখি ।


জল টলমল জলের ভিতর  
রূপালী রাতের প্রান্তর
সাজে নিশি সর্বগ্রাসী
জোছনা বনে চাঁদের নদী,


ছড়ায় রূপোলী আলো
নদী তোমার ভাঁজ খোলো,
আহা রুপসী তোমার পেখম মেলো ।


রাত দুপুরে গহীন গভীরে
কাঁদছে কেন মন ,
রুপার আলোয় ঢল নেমেছে
জোছনায় প্লাবন।


বিবাগী জোছনা তখন
রাত বিরাতে ডাকে যখন ,
আলোর চাদরে কখন  
জোছনা বনে যেন অচেতন ।


নক্ষত্রের রাতে উড়ে আকাশে
মহুয়ার গন্ধ তাজা
বহে জোছনা মোহে আর গ্রাসে  
জোছনা বৃষ্টি ভেজা  ।


নীল চাঁদোয়ার বুকে লাগে
অদ্ভুত এক  মায়া,
রুপার আলো ডুবায় কায়া
হারায় কালো ছায়া ।