প্রাসাদে থেকেও খোঁজো কুঁড়েঘর
নিওন আলোর ঝলকানিটা ধুসর
অন্তরে চাঁদের আলোর নির্ঝর  
পৃথিবীর সব তোমার হাতেই বিশ্ব  
তবুও তুমি নিঃস্ব ,


নিঃসঙ্গ শূন্যতা যতই করো আড়াল
তবুও কেন তুমি এত দরিদ্র কাঙ্গাল,
যতই তুমি বিক্রমে বীর-দর্পে রাজা
পরাক্রান্ত কেন নিজেকে দাও সাজা।


বড়ই দুর্ভাগার অভাগা তুমি
করুণা প্রেমহীন তোমার ভূমি ,
সবটাই শূন্য আর বৃথা
ভালোবাসা-হীন সব অযথা ।


সহায়ে সম্বলে তুমি আলতো স্পর্শ
সহায়ে সম্বলে তুমি যুগ যুগ বর্ষ ,
নিখাদ ভালোবাসা মাত্র একটি বিন্দু
হোক তা যতই বিশাল সিন্ধু  ।


শুধু ঐ টুকু  দাও
আর সব নিয়ে যাও,
চাই শুধু ঐ মাত্র একটি  বিন্দু
হোক তা যতই বিশাল সিন্ধু ।