অবাক মুগ্ধতায় হৃদয় ভরপুর
হঠাৎ করে বাজল মধুর সুর
নির্বিকার মন কোথায় যেন
হাহাকারের আবছা চিহ্ন ,


ফল্গুধারার স্বপ্ন সুনীল রাত
ফোয়ারায় ভালবাসার জলপ্রপাত ,
বুকের ভেতর ঘাসের উপর
চেপে রাখা বিষম পাথর,


হয় না ছিন্ন
গভীর সবুজ অরণ্য
বন্ধন বাড়ে আরো
ফলবান সুতীব্র গাঢ়,


পারিপাট্য ফুলের বিছানা
সুখপাখির হয়না জানা
বাসনার ছবি দেখা যায়না
অচল কাচের আয়না।


চাইলেই যেতে পারে
দূরে ঠেলে দিয়েছ যারে
অথৈ জলের কিনারে
ফিরে আসে পদ্ম হয়ে ভাসে ।