(১)


তুমি কি আমার সেই,
একটু খানি আড়াল হলে
নীরবতায়  ডুবে গেলে,  
বুঝি সবটুকু নেই  ।


একটু গেলেই শুধুই কালো
তুমি আমার সবটুকু আলো ,
কার কথায় কাঁপে বুক
কার কথায় সব সুখ ।


একটু দাড়াও
কেন সরে যাও?
হারিয়ে যেও নাকো
একটু তুমি থাকো,


তুমি থাকলেই সবটুকু থাকে
সবুজ গাছে পরাগরেনু লাগে,
তুমি থাকলে ডাকে পাখি
তুমি থাকলে চঞ্চল আঁখি ।


      (২)


তুমি নাই হারিয়ে যাই
পথিক হারায় পথ,
তুমি নাই তাই
থেমে  যায়  উৎসবের রথ ।


তুমি নাই তাই
উতলে আসে যত  সব ক্ষত
তুমি নাই যতই
জীবন থামে ততই ।


পৃথিবীর সব মূল্যবান চিরন্তন
কথা হারায় খেই,
হাহাকার যেন চারিদিকে
শুধু নেই আর নেই ।