আমি জলের ভ্রমর
তুমি শুকনো মাটি,
তোমার স্থল ভূমিতে তবুও
সবুজ ফলাতে হাটি ,


আমি জীবন তুমি জড়
কেন প্রাণের ভেতরে নড়ো,
ক্লান্ত পথিক উদ্ভ্রান্ত কাতর
কে জল আর  কে পাথর ?


যোজন যোজন ব্যবধান
বর্তমান আর ব্যথার অতীত
মরে যায় মায়ার টান
আসলে তুমি আমার বিপরীত ।


তবুও কিসের জন্য
অন্তর এতো বিষণ্ণ
কার জন্য বুক কাঁপে দুরু দুরু
সে যদি উত্তর আমি দক্ষিণ মেরু ।