কী বইছে  মনের ভেতর
শীতল হাওয়া নাকি ঝড়
যখন না দেখেই নিরাকারে
একজন আরেকজন কে বুঝতে পারে।
যখন ছুঁয়ে যায় এমন আবেগ
শুধু তখন দুইয়ে দুইয়ে হয় এক।


নীরবতা নাকি উত্তাল ঢেউ
কাছে না থেকেও দেখতে পারে কেউ
যখন সাদা কালো সব অনুভব
একে শুনে অন্যের কলরব,
ভাবনার আকাশে যখন এভাবে সরে মেঘ
শুধু তখন দুইয়ে দুইয়ে হয় এক।


দূরে থেকেই পড়তে পারে মন,
একে বুঝে অন্যের সব প্রয়োজন ,
যেন বিধাতার দান করা ধন
বুকের আশ্রয়ে এমন জীবনযাপন ,
যখন দুজন দুজনাতে আত্মত্যাগ
শুধু তখন দুইয়ে দুইয়ে হয় এক।


(উৎসর্গ- সেইজন যে আমাকে ভেতর থেকে পড়তে পারে অনায়াসে, দুটি স্বত্তা তবু এক আত্মা)