মন পাখি মা পাখি
শূন্য বুকে তোমায় ডাকি
কাছে এসো শীতল করো
তোমার বুকে লুকিয়ে রাখো ।


মন পাখি মা পাখি
কষ্ট আমায় করে আবেগী
মমতায় আমায় করো ধারণ
দুঃখমালার আসতে বারণ ।


মন পাখি মা পাখি
কেন এভাবে দিলে ফাকি
গভীর রাতের চঞ্চল আঁখি
একলা আকাশে চেয়ে থাকি ।


নিশিতের ঘুমের গীতে
উদলা বুক ঢেকে শীতে
এ কোন আজব খেলা
চলে সারাক্ষণ সারা-বেলা ।


আশার পানে চেয়ে থাকি বুঝি
আসমান থেকে আচমকা হবে উদয়
ব্যাথাবিলাসী ছন্নছাড়ার মাঝে
জাগবে আবার হ্রদয় ।


মন পাখি মা পাখি
কোমলতায় বুকে মাখি
আসমান থেকে  হাত  বাড়ায়
আশীর্বাদের বৃষ্টি ঝরায়
তোমার আড়াল চোখ ,
গড়ে মনের সাথে
মনের গভীর সংযোগ |


আমার ছোট ঘর
ভরে থাকে  দিনভর,
মন পাখি মা পাখি
মনের মাঝে  চাইতে থাকি,
প্রাপ্তি হারানো আলো ছায়ার
খেলা খেলি ,
তোমার আলো জমকালো
দ্যুতি ছড়ায় বিজলি ।


বুঝতে যদি চাও 
মায়ের মর্ম ,
পাদুকা বানাও
খোল গায়ের চর্ম ।


তবুও তা খুব  সামান্য 
খুব খুব নগন্য ,
মাগো তুমি অনিঃশেষ
চিরায়ত অনন্য ।


তুমি-বিহীন মায়া জাগে না
মনের ভিতর মন থাকেনা , 
স্বপ্ন-সাধে  পরান কাঁদে
বিষাদ ছুঁয়েছে মন 
মাগো তুমি আমার 
দুঃখবোধ চিরন্তন ।


মা কথাটি একক যা
দুনিয়ার সর্ববৃহৎ তত্ত্ব,
অপ্রতিম শাশ্বত
তা চিরন্তনী সত্য ।


মায়ের ভালবাসা শোধহীন 
ক্রমাগত বাড়ে যে ঋন,
জানে আসমান জানে জমিন ।