শরীর কাটলে যাতনা
যেমন করে বাড়ে
মন ভাঙ্গলে তার
চেয়েও বেশি আকারে।


হবার ছিল যা হয়েছে
  তা অন্য কারো,
তুমি আমার দুখের চেয়েও
বেশি কিছু আরো ।


আমাকে ভোলা যায় শুধু
ভোলা যায় না মায়া
চোখের জল হয়ে কেন
এভাবে পড়ো বাঁয়া বাঁয়া,


মাতাল চুলের ঘ্রাণ স্পর্শের
টান ভুলতে পারো?
তুমি আমার দুখের চেয়েও
  বেশি কিছু আরো ।


তুমি ছিলে বুকের বুকে
সুখের চেয়েও সুখ,
হারিয়ে গেলে জীবন থেকে
শূন্য হল ভরা বুক,


ভালবাসা বিরহে কেন
এত প্রতিনিয়ত বাড়ো,
তুমি আমার দুখের চেয়েও
  বেশি কিছু আরো।