তবু কেন এত এত করো বিলাপ শোক
জানো না কার দায় মেটাতে এই দূর্ভোগ,
আসে আসুক দূর্যোগ
তাতে সবার শিক্ষা হোক।


আকাশে বাতাসে
মাটিতে গাছে জলে,
লব্ধ করো তা যা আশেপাশে
মিলতে পারে সোনা তাহার বলে।


দূর্যোগ অমূল্য নিধি
বোঝে তা কয়জনে,
পরখ করেন বিধি
বুঝবে একাগ্র সাধনে।


ও মন করো বন্ধন
শুদ্ধ দেলে প্রতিপালন
দূর্যোগ সংগে নিবি পার হবি
তাতেই মিলবে অন্য এক পৃথিবী।


সর্ব সাধন করে ধারন
দিব্যজ্ঞান দাও সুদ আসল
দেওয়ান লালন বলে
প্রণতি গুরুজী শফি মন্ডল।