এই শহর
যখন বিষের বহর
এই মনে
তখন ভীষণ দহন,


এই শহর আর মন
একসাথে হয়ে যায় নষ্ট
জলেতে সবুজবন
না পাবার অবাক কষ্ট।


বিষাক্ত বাতাস বিষাক্ত মন,
সদা বিনাশ সর্বত্র সারাক্ষণ।
কলুষিত হৃদয় দূষিত নিশ্বাস
বাড়ে হাহুতাশ ফুরায় আশ্রয়।


গঙ্গার জঞ্জালে অভিমানী
বুড়িগঙ্গার দূষিত পানি,
অট্রালিকার জঙ্গলে মরে আকাশ
আর মরে যায় নগরের সবুজ  ঘাস ।


মৃত পাখির শরীর মজা
করে খায় কীটপতঙ্গ
আবৃত বাসনা আটকে রেখে সাজা
দেয় মন বিহঙ্গ ।


অনভিজ্ঞ বিশারদ
কেটে স্পর্শকাতর জরায়ু,
ইট পাথরের অন্দরে
হারায় নির্মল বায়ু।


চাই অন্তরের উপলব্ধি
সব উপভোগ্য
চাই শহরের ব্যাপ্তি
সবুজ বাসযোগ্য।