এইখানে টেনে আনে
কোন কারণে কে জানে,
এখানে বাঁচি এখানে মরি
এখানে গাথা আমার নাড়ি |


এখানে বরেণ্য ফিরে অরণ্য
এইখানে বুক  টানে,
মেঠো-পথের জমিন
অরণ্যের ঋণ গ্রামীণ |


কড়ই বরই অশথ
বৃক্ষ রাজির মেঠো পথ
পুকুর ভরা প্রিয় মাছ
তাকিয়ে শিশু তালগাছ !


লতা গুল্ম তরু
রাখাল হাঁকায় গরু
উড়ে পায়রা বক পক্ষী
থাকো  তোমরা সাক্ষী |


এই যে দ্যাখো
অরণ্য মাখো
বুনে  অমলিন
ছবির মত গ্রামীণ
যেন গৌরবের মসলিন |


হৃদয়ে থাকে যে নাম
বুকে গাথা আমার গ্রাম,
এখানে পোতা যে নাড়ি
এখানে টাতেই আমার বাড়ি |


এই পথে মন গাঁথে
এখানেই ঔরস
এখানে আমার তিন পুরুষ.
এখানে পোতা যে নাড়ি
এখানে টাতেই আমার বাড়ি |