আমি আর আমার চাতক পাখি
চেয়ে থাকি,
আকাশের নীলে
ঐটুকু আকাশ যেটুকুতে তোমায় মিলে|


তবুও দেখতে পায় না নয়ন
খুঁজে শয়ন স্বপন
মিছে মিছে ,
তুমি আমি একই শহরে
এক আকাশের নিচে |


প্রাণে তো আর সয় না
তুমি আমি একই শহরে
এক আকাশের নিচে
তবুও একবার দেখা হয়না,


নয়ন খুঁজে নয়ন
শয়নে স্বপন
মিছে মিছে,
তুমি আমি একই শহরে
এক আকাশের নিচে |


দখিনের হাওয়া
ছুয়ে যায় তোমায় ,
তোমার জানালায় আসা যাওয়া,
অধীর আগ্রহে থাকি শুধুই
তোমার সুবাসিত হাওয়া টুকু চাওয়া |


নয়ন খুঁজে নয়ন
শয়নে স্বপন
মিছে মিছে,
তুমি আমি একই শহরে
এক আকাশের নিচে |