তখন ছিল চাকচিক্য
আর জৌলুস অপরূপ
ডুবে থেকে মশগুল
তাই সব ছিল নিশ্চুপ  ।


লোকের চোখ পড়তো
তুমি অনন্য অতুল
প্রকৃতির মত তুমি ছিলে
জীবন্ত  এক পুতুল ,


একটা সময় তুমি ছিলে  
চোখ ধাঁধানো সাজে,
সময় ফুরিয়ে আজ কেন
সব কিছু আজেবাজে ।


ছিল ভুল সময়
ভুল মানুষের সস্তা আবেগে ,
মিথ্যার মোহ টেনেছিল
উড়েছিল শুধুই  সাদা মেঘে ।


সূচকের নিম্নগামী রেখার মতন
করুণ পরিণতি জীবনের দর পতন
ছিন্নভিন্ন সব  কেমন যেন লাগে
ইস একটু যদি বুঝতে তুমি  আগে ।


অচেনা দিন  ঘরহীন
অবহেলা উপেক্ষায় অনাদর
যেন পথে পথে ঘুরতে থাকা
নিঃসঙ্গ এক পাথর ।


ভুল আর মিথ্যায় নিমগ্ন ধ্যান
করোনি ধরা কে সরা জ্ঞান ,
নিজের হয় নাই ছোট একটি ঘর
কোথায় গেল অহংকারের উচ্চস্বর?


Inspired by
‘Like A Rolling Stone’
Bob Dylan, Tom Petty