পায়ের নিচের কালচে দাগ
যতনে ছুঁয়েই  সজাগ,
এভাবেই বাড়ে মুগ্ধতা
পেতে চাইলেই  রাজ্যের নীরবতা।


কোন সে অচিন কাতর
ফুঁসে বুকের ভিতর
ধরে তারে হাত বাড়ালেই
শূন্য বলে তুমি নেই ।


মনে মননে মনস্তাপ
ভালবাসা লোভ নাকি পাপ,
তিন প্রহরে সাধের চুড়ায়
মিলন  বিরহের ফানুস উড়ায় ।


চলছে চলুক চুটিয়ে
মন শরীরের খেলাতে ,
বাধ ভাঙ্গা জোয়ার ফুটিয়ে
দিবানিশি সারাবেলাতে ।


সাদায় কালো ভালোয় মন্দ
দিনে রাতে একই ছন্দ ,
শুকতারা জাগায়  এ কোন  মাত্রা
দিশেহারা দুটি প্রানের যাত্রা ।


উথাল পাথাল বন্য
আমাদের নিবিড় মাখামাখি,
তবুও কেন গভীর অরন্য
রেখে যায় উড়াল পাখি ।


ধূসর রঙের সাদা কালো দিনগুলি
কল্পনার আপ্লুত গোধুলি,
আবছায়া ভালবাসা প্রেম প্রীতি
থাকে সবটাই শুধুই স্মৃতি ।


(গভীর অনুভবে পাওয়া বা হারিয়ে যাওয়ার আশংকায় এই কষ্টের অনুভুতি )