কি আনন্দ   প্রকান্ড
নড়বড়ে  দাঁত জ্যান্ত ,
নড়েছে দাঁত মন্ডুপাত
ইদুরের ঘরে ন্যানতো  ।


নড়ছে দাঁত হাত-বেহাত
উঠছে না  তো ,
ডাক্তার কবিরাজ আনতো  ।


ছোট সোনা তিওম
কত শত  নিয়ম  
এই  তো  প্রথম
ইদুরের গর্ত কম কম ?


না   দিলে  গর্তে
গজাবে না শর্তে
ব্যস্ত ইদুর মশাই,
এই মশাইয়ের ছোয়ায়
দাঁতের সমস্যা নাই !


আহা! সোনালী দাঁত
ইদুরের ন্যায় এইতো
তিওম সোনা সেইতো


ফোঁকলা দাঁতে বলে
গর্তে তুমি বন্দী ,
দাঁত  গজাতে চলে
ইদুরের সাথে সন্ধি ।




(আমার ছোট জান দেওয়ান নুর তিওমের আজ দাঁত পড়েছে ,ভীষন এক  অনুভুতি ,সেই অনুভব টুকু তিওমের জন্যে স্মরণীয় হোক এই ছড়াতে )