দেখো দেখো একি রঙের সঙ
গায়ের রঙ না মনের রঙ ,
কোন রঙ্গেতে নাচবে নাচাবে ঢঙ
কোন রঙ্গেতে কাঁপবে তোমার টঙ ?


সাদা বনে কালো রঙের
কালো কালো মানুষ
ফেলছে মেলছে সব  কলুষ
উড়িয়ে দিয়ে রঙ্গিন এক ফানুশ ।


গায়ের রঙটা মূল্যহীন
এক হাতে সকল হাত জাগো
মনের রঙের মূল্যকে
সবার উপরে রাখো,


গায়ের রঙ না মনের রঙ
কোন রঙ্গেতে আঁকবে তুমি সঙ
কথাটা কিন্তু মানতে ভীষণ কষ্টকর
যদিও সবাই বলি মনের রঙটাই বড় স্বস্তিকর ।


পৃথিবীর সব বর্ণনা গুলোই বচন
পৃথিবীর সব সুন্দর গুলোই নন্দন
রঙ আসে শুধুই জন্মে
রঙ শক্ত হয়ে উঠে শুধুই কর্মে  ।


সীমাতিক্রান্ত আধুনিক পৃথিবীটাও
রঙ দিয়ে বৈষম্য বিদ্বেষ ,
সবাই এসো করি এখানেই শেষ ।


চারিপাশে কত কত নিন্দুক দুরাচার
তারমাঝেও এসো করি মানবতার উদ্ধার ,
রঙ্গে সঙ এ টং এ আর ঢঙ্গে বাড়ে তরঙ্গ
রঙ বিহীন রং এ গড়ি সব আনন্দ  ।