ফড়িং উড়ে
ধীরে ধীরে।
অজানা এক সুখ
জুড়িয়ে যায় বুক।

ঘাস ফড়িঙে
নীল জড়িয়ে
আলতো খানি পরশ,
হাস্নাহেনার গন্ধ ছড়ায়
আবেশ বড় সরস ।

লাল নীল সোনালী
ফড়িং তুমি দীপালী,
আসছি আমি প্রজাপতি
মিলব সেথায় ধ্রুপদী।

প্রজাপতি প্রজাপতি
ফড়িং ফড়িং বাহারী,
ভাবনা গুলো উড়ছে যেন
মানসপটে সাফারী।

ভাল লাগে সবটাই
ঘাস ফড়িং প্রজাপতি,
আমি শুধুই ফানুস উড়াই
পাখা মেলে সারথি ।

এমন তবে হয় না কেন
আকাশ পানে ছুড়ে দিতাম
দুঃখমালার পংকিলতা,
ঘাস ফড়িংটার উচ্ছ্বলতায়
মগ্ন হতাম নীরবতায় ।