জাগো বাংলা ক থেকে ক্ষীয়
নিজ নিজ স্বীয় ,
জাগো এ থেকে জেড
আর নয় চুপ গর্জে উঠো  
বুকে বিধ্বংসী গ্রেনেড ।


কষ্টের অন্ত নাই
দুঃসহ যন্ত্রণায়,
আহা  একি রকম
কালচে জখম ।
ক্রমাগত তিলেতিলে
বেদনা ফুটে
শরীরে তীব্র নীলে ।


চিৎকারে বারে বারে
নিরুপায় নির্বিকারে
আর্তনাদে বুক ফাটে
শুনশান মাঠে ।


তোমার ভূখণ্ড
জাগো নারী হও পাষণ্ড
জাগো ভগ্ন ঢাকো নগ্ন
জাগো দলে দলে
জাগো তুমি তোমার নিজ বলে ।


নিভু নিভু জ্বলে
ক্ষীয়মাণ ল্যাম্প
বিষণ্ণ আকাশ ভারী বাতাস
সাক্ষী এই কনসেন্ট্রেশন ক্যাম্প ।


নয় মিছে আশ্বাস
আর নয় বিনাশ
আর নয় বৃদ্ধি বা হ্রাস
ভরে থাক জুড়ে যাক সবটুকু
শুধুই সবুজ ঘাস ।


যন্ত্রণায় আর্তনাদে কাঁপছে
কেন নড়বড়ে টিন-শেড,
আর নয় চুপ জাগো
বুকে বিধ্বংসী গ্রেনেড ।


জাগো বাংলা ক থেকে ক্ষীয়
নিজ নিজ স্বীয় ,
জাগো এ থেকে জেড
আর নয় চুপ গর্জে উঠো  
বুকে  বিধ্বংসী গ্রেনেড ।