প্রখর রোদে খরতাপে
অস্থির নাকাল  দুপুর,
আলতো আলতো এগিয়ে
বাজে চেনা পায়ের নুপুর ।


একলা আমি একলা তুমি
শিকল বদ্ধ দোর,
শরীর বেধে শরীরে  সুখের আবাদে
কাটছে না তো ঘোর ।


টুনটুনি লাল পাখিটা জড়িয়ে
মন রঙের শাড়ি,
আজকে  না গেলে নাকি
দেবে শক্ত গিঠের আড়ি ।


এলিয়ে  বিলিয়ে মিলিয়ে
এলাম পাখির বাড়ি ,
উন্মাদনায় খুলছে নাটাই
বেড়ে কেন কাঁপছে বেশি নাড়ি ।


আজ পাখিটার সাথে নেই
একটু খানি জোর ,
তবুও পাখির স্পর্শ বুদ করেছে
কাটছেই না যে ঘোর ।


(শাপাই)