চোখে ভরে চোখ
শুধু সেই মুখ
মন চায় একবার
আবার দেখা হোক ,


একটু করে সব উপাদান
আমাদের নির্মান,
মিশিয়ে প্রতিটি স্তর
আমাদের যৌথ ঘর ।


সব কিছু দাঁড়ায় যাচ্ছেতাই
পত্রবিহীন গাছ মৃতপ্রায়
বিরানভূমির আবদার
সবুজ হোক ভুমি আবার ।


দিনশেষে কে কার উদ্দেশ্যে
ছুঁড়ে  সংশয়
আসলে ঠিক তা নয়
এযে আমাদের একান্ত সময় ।


দুজনের দুটি পথ মিলে
গড়েছি তিলেতিলে
বুনেছি কল্পতরু
আহা আমাদের সবুজ মহীরুহ ।