যার ব্যথা তার বুকে
জ্বলে ধুকে ধুকে
রঙবিহীন অবাক দাগ
কথাহীন রুদ্ধ নির্বাক।

সব করে উজাড়
অনন্ত নীল হাহাকার ,
অন্তরালে মেঘলা আকাশ
নি:শ্বাস ভরে মৃত বাতাস ।

সুখের বিনিময়ে এনেছি
তাবৎ দু:খ যত
বুকের ভেতর আগুনের
নদী বইছে অবিরত ,

দু:খ আমার হৃদয়ের রক্ত
বুকে রাখি পুষে ,
অন্তলীন আর্তনাদে গোলাপ
পাপড়িতে একটু নিবে শুষে ।
  
দু:খিতা তোমার খরস্রোতে ভাসবো
খড় কুঁটো আকড়ে ধরে থাকবো
বিষাদ জমে বেদনার মহাকাব্য
একটু করে তোমায় লিখে রাখবো ।