লোকে নাকি পাগল বলে
নখ চুলে কি মিলে ,
নেই  ভাল যার নেইকো মন্দ
শুকনো গোলাপের গন্ধরে
শুকনো গোলাপের গন্ধ ।


গোলাপের পাপড়ি খুঁজে
পুরোনো বই এর ভাজে
জাগে দারুন  নেশা  হায়রে
পুরোনো  স্থান  খুঁজেরে
লুকিয়ে থাকা  ভাজে  ।


গোপনে রেখেছি তুলে
সব কিছু  ভুলে
যত্নে রত্নে  রাখা
তোমার এক গুচ্ছ চুলে ।


তারা গুলো জাগে মনে
যত্নে গড়া বাধনে
একখন্ড নখ ধরে
শুন্যটুকু যায়  ভরে  ।


আকার বিকারবিহীন ছন্দ
সবটুকু তুলনাহীন
একা আমি  ছিলাম
তবু খোলা চোখে দৃষ্টিহীন ।


নেই ভাল যার নেই যার মন্দ
নেই যার কথা বলা
গোপনে ছিল হাতে যে হাত
গোপনে থাক  চলা ।


লোকে নাকি পাগল বলে
নখ চুলে কি মিলে ,
নেই  ভাল যার নেইকো মন্দ
শুকনো গোলাপের গন্ধরে
শুকনো গোলাপের গন্ধ ।


(  নখ, চুল  এবং বই এর মাঝে গোলাপের পাপড়ি রেখে দিয়েছিলাম , সেই অল্প অল্প আবেগগুলাকে এখন মনে হয় বিশাল কোন বোধ, এই কবিতা সেই বোধ কে প্রকাশ করেছে  )