চলুক এই ভালবাসা বাসি ভারচুয়াল কিংবা বাস্তবে
পা থেকে শুরু এইতো সবে,
মনে হচ্ছে সুদুর আগে সেই যে কবে
ডুবে আছি সরবে কিংবা নীরবে ।


সব খানে  সবটুকু জুড়ে
শারিরীক বোধ ও অবোধের সুরে
ভেবে ভেবে মন পাখি মরে কুড়ে কুড়ে
ভালবাসা বাসি বাস্তবে উথাল পাথাল নড়ে ।


আস্তে আস্তে বাড়ছে জাগছে বোধ
একি অনলে পুড়ছে দেহ চাই না এক বিন্দু রোধ,
মজেছি তোমার লাজুক সন্তরনে
ভালবাসাবাসি প্রতি মুহুর্তে ক্ষনে ক্ষনে ।


( গোপনে ও আপনে যাকে অনুভব করি মনে মননে ও উত্তাল শরীরে )