আসতে হাওয়া যাইতে হাওয়া
হাওয়াতেই আসা যাওয়া ,
হাওয়ায় হাওয়ায় জোর লাগে দম,
হাওয়া বিনে চলেনা গাড়ী
তেলে জলেও অক্ষম ।।


হাওয়াতে দিন যাপন
হাওয়াতেই কালক্ষেপণ
হাওয়া হাওয়ায় নিঃশ্বাসে
ঘর বানাইয়া করে শাসন ,
হাওয়া বিনে মন চলেনা
মন গাড়ীটা স্থবির
মনের ঘরে তারেই ভীষণ প্রয়োজন ।।


হাওয়াতে বাঁচা মরা হাওয়াতেই
শুদ্ধ বায়ু বাঁচায়,
হাওয়া বিনে বিনাশ তুমি
নিজের ভিতর অসহায় ।


হাওয়াতে অনুভূতি হাওয়াতে
জাগে শরীর ,
হাওয়াতে হাওয়ায় হাওয়ায়
মগ্ন ধ্যান গভীর ।


হাওয়াতেই ভাবনা চিন্তা
হাওয়াতে ভাবে ভাবুক
হাওয়াতেই বন্দনা হয় ভাবনা তাই ,
হাওয়া বিনে অচল তুমি
মৃত নদী প্রায় ।।