সরষে ফুল সরষে ফুল
তোমার ঘ্রানে মাতোয়ারা,
আমিও ছিলাম তুমিও ছিলে 
চিমটি কেটে নাড়া ,
সরষে ক্ষেতে মৌ মৌ মৌ মৌতাতে
এসো ভ্রমর এসো নাগর ফুলবনে উত্তাপে।


অদ্ভুত উত্তালে জমিন জুড়ে 
তোমার সুধায় প্রান্তর হতে প্রান্তরে
ইচ্ছে হয় হ্রদয় জুড়িয়ে 
তোমাতেই শুধু হারিয়ে যাই মন্তরে,


আহা! কি যে অনুভব অনুরনে 
সরষে ফুলের শোভায় 
আমি বাড়াই রঙের বাহার
এমন শোভায় শোভিত হয়ে তোমায় আহবান
সেই ডাকেই সাড়া দিয়ে
তুমিও গেলে সরষে বনে,


তাই তো বুঝি সরষে বনে লাগছে বেশ,
লাল টিপ আর হলুদ শাড়ি
একটু হাসি একটু লাল 
সরষে ফুলের মতই তুমি 
আহা! একি অবয়ব সৌন্দর্য তুষ্টি ।