ইচ্ছে করে কত কি আসি আবার ফিরি
কল্পনাতে সিঁড়ি বানিয়ে ভাঙছি সিঁড়ি  
চাই আরও আরও অনেক আরও
ভাবনার অনুষঙ্গ গুলো হোক গাঢ়|


ইচ্ছে করে কলাপাতা রং শাড়ী
হয়ে জড়িয়ে রাখি সারাক্ষণ
ইচ্ছে করে বুকের মধ্যে সুনিবিড় কালো
তিল হয়ে শুনি হৃৎস্পন্দন,


ইচ্ছে করে তোমার সাথে
হাত বেধে রাখি হাতে,
সকাল সন্ধ্যা তিন প্রহর
গড়ব তোমার নামে একটি শহর ,
যেখানে ভালবাসা বোঝাই গাড়ীর বহর
আর সদা বয়ে চলে প্রশান্তির নহর |


প্রতিক্ষণ প্রতিটি বিন্দু থাকে উৎসুক
নয়নের ভেতর নয়নের সেই মুখ
মায়া মুখের মন ভোলানো হাসি যেন
জগতে স্বর্গ নেমে আসার বিরাট চিহ্ন |